ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সয়াবিনের দাম আরও কমলো

দৈনিক স্লোগান, অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও  নিম্নমুখী হয়েছে। সোমবার (১৫ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির সরবরাহ মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, সর্বকালের সর্বোচ্চ সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এতে বিশ্ববাজারে তেলবীজটির দর চাপের সম্মুখে  পড়েছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে পণ্য গবেষণা প্রতিষ্ঠান হাইটাওয়ার জানিয়েছে, গত শুক্রবার খাদ্যশস্যের মাসিক সরবরাহ বা চাহিদা রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এতে ২০২৩/২৪  মৌসুমে চালানের প্রথম আকার উপস্থাপিত হয়েছে। সয়াবিনের জন্য যা খারাপ ছিল। আবহাওয়া স্বাভাবিক থাকলে তেলবীজটির মজুত ব্যাপক হারে বেড়ে যাবে।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দরের পতন ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ।  প্রতি বুশেলের মূল্য স্থির করা হয়েছে ১৩ ডলার ৮৮ সেন্টে। আগের কর্মদিবসে যা নিষ্পত্তি হয় ১৩ দশমিক ৯৭ ডলারে।

যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষের অনুকূল আবহাওয়া বিরাজ করছে। ফলে জোরকদমে বীজ রোপণ করছেন দেশটির কৃষকরা। এতে চলতি বছর মার্কিন মুলুকে বাম্পার সয়াবিন ফলনের আশা করা হচ্ছে।

ইউএসডিএ জানিয়েয়ে, এবার রেকর্ড সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। এতে আগামী বছর বিশ্ববাজারে তেলবীজটির ব্যাপক পরিমান সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া অন্যতম শীর্ষ উৎপাদরকারী এবং রপ্তানিকারক ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদন হচ্ছে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াচ্ছে দেশটি।

এই পরিস্থিতিতে পণ্যটি আমদানি ব্যাপক হারে কমিয়ে দিয়েছে বিশ্বের শীর্ষ ক্রেতা চীন। দেশে উৎপন্ন ফসল ব্যবহারে জোর দিয়ে থাকে তারা। তাতে তেলবীজটির বাজার বড় চাপে পড়েছে।



>>>  দিনে আসছে ৬ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :