ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রোজা: ছোলা বিক্রিতে ভাটা, টিসিবির লক্ষ্যমাত্রা অর্ধেক

দৈনিক স্লোগান, অর্থনীতি


দেশে প্রতিবছর যত পরিমাণ ছোলা বিক্রি হয়, তার বড় অংশের বেচাকেনা হয় রোজাকে কেন্দ্র করেই। তবে এবার ছোলা কিনতে মানুষের আগ্রহ কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ফলে বিক্রেতাদের দুশ্চিন্তা বাড়ছে। এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ছোলা বিক্রির পরিমাণও কমাচ্ছে। দেশের এক কোটি পরিবার কার্ডধারীর জন্য গত বছর রোজায় যে পরিমাণ ছোলা বিক্রি করেছিল, এবার তার অর্ধেক বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি।

রোজার সময়ে বাংলাদেশে যে পণ্যটি ব্যাপকভাবে বিক্রি হয়, এবারে সেই ছোলার চাহিদা কমে যাওয়ার কারণ সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় ক্রেতাদের সাথে কথা বলে। একজন ক্রেতা জানালেন, প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণে তিনি এবার রোজায় যতটা সম্ভব ব্যয় কমাতে চাচ্ছেন।


পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, ঋণপত্র খোলার সমস্যার কারণে ছোলার আমদানি কম হতে পারে, এমন শঙ্কা থাকলেও, শেষ পর্যন্ত যে পরিমাণ ছোলা আমদানি হয়েছে, তাতে বাজারে ছোলার সংকট হওয়ার কোনো ভয় নেই। উল্টো ছোলার চাহিদা কমার কারণে দাম কিছুটা কমে যেতে পারে। ইতিমধ্যে বাজারে সেই প্রবণতা দেখাও গিয়েছে। টিসিবির বাজারদরের তালিকা থেকে জানা গেছে, গত এক মাসের ব্যবধানে ছোলার দাম কমেছে প্রায় সাড়ে ৫ শতাংশের মতো।

চকবাজার ডালপট্টির আমদানিকারকেরা বলেন, রোজা উপলক্ষে ছোলা-জাতীয় পণ্যের কেনাকাটায় যে চাপ প্রতিবছর থাকে, এবার তা কম। এর মধ্যে বাজারে ডাল-জাতীয় অন্যান্য পণ্যের দামও এবার কমতে শুরু করেছে। রোজার মধ্যে ছোলার বাজারে আর কোনো সংকট হবে না বলে মনে করছে ব্যবসায়ীরা

বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, ডাল ও ছোলার দাম কমা শুরু করেছে। একই সঙ্গে বেচাকেনার অবস্থাও ‘ঠান্ডা’ বলে মন্তব্য করেছেন তিনি।

শুধু যে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বেচাকেনা কমার কথা বলছেন তা-ই নয়, খুচরা বিক্রেতাদের মুখেও একই কথা। তাঁরা বলছেন, বাজারে এই সময়ে এসে ছোলার মতো পণ্যের বেচাকেনার যে ধুম পড়ে যায়, এবার সেই অবস্থা দেখা যাচ্ছে না। তাতে এবার রমজানে ছোলার বাজার কিছুটা নেমে পড়তে পারে বলে আশঙ্কা করছে খুচরা ব্যবসায়ীরা।

>>>  ইউক্রেন যুদ্ধে ফায়দা তুলছে ভারত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :