ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষের কথা মাথায় রেখে এই বাজেট : সেতুমন্ত্রী

দৈনিক স্লোগান, অর্থনীতি

সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বাজেট নিয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন।

ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট প্রণীত করা হয়েছে। এটি সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট।

তিনি বলেন, দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব করা হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। প্রস্তাবিত বাজেট জন বান্ধবমূখী।

এর আগে বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে ‘দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক বাজেট বক্তৃতা দেন তিনি। এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

>>>  দেশে সোনার দামে রেকর্ড, ভরি প্রতি ১ লাখ ৮১২৫ টাকা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :