ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বদলগাছীতে কোরবানির চামড়া সংরক্ষনে প্রশাসনের লবণ বিতরন

নওগাঁর বদলগাছীতে কুরবানির চামড়া সংরক্ষনের জন্য জনসচেতনতা বৃদ্ধিকরনে অবহিতকরণ সভা ও লবণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় এ লবণ দেওয়া হয়।

এতিমখানা ও মাদ্রাসার মোহতামিমদের মাঝে লবণের বস্তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন ও বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম।

ইউএনও মোসাঃ আলপনা ইয়াসমিন মোহতামিমদের উদ্দেশ্যে বলেন, ‘পবিত্র ঈদ-উল আযহায় কুরবানিকৃত রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত ‘পশুর চামড়া’ যথাযথভাবে সংরক্ষন করবেন। কেননা চামড়া সংরক্ষণ না করলে ক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এর যথাযথ মূল্য থেকে আপনাদের ঠকানো ছাড়াও চামড়া শিল্পের ধ্বংস বয়ে আনতে পারে। আর চামড়া শিল্পের ধ্বংস মানেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানোর লক্ষে অন্তরায় সৃষ্টি করা।’

এসময় আরো উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোঃ খালেদ অরেঞ্জ ও বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের ০৫ নং ওর্য়াডের মেম্বার মোঃ আজাদ হোসেন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান

>>>  সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বদলগাছীর এস এম জাহিদ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :