
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেইসাথে বাংলাদেশ ছাত্রলীগের আহবানে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মেজবাউল করিম ফাহিম এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দাউদুর রহমান সবুজ এর নেতৃত্বে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অসহায় হত-দরিদ্র কৃষক ইউসুফ করিম এর ৩০ শতাংশ জমির ধান কেটে নিরাপদে বাড়ি পৌঁছে দিলো জেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সকালে বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তারা কৃষকের ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেন। এতে কৃষক মোহাম্মদ ইউসুফ করিম এর মুখে হাসি ফুটেছে।
ধান কেটে দেওয়ার পর কৃষক মোঃ ইউসুফ করিম বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে, মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার জন্য অনেক দোয়া করি। শুনেছি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তারা আমার জমির ধান কেটে দিয়েছেন। এই জন্য আমি প্রধানমন্ত্রীকেও অনেক ধন্যবাদ জানাই।
এই বিষয়ে জেলা ছাত্রলীগ নেতা মেজবাউল করিম ফাহিম এবং সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দাউদুর রহমান সবুজ তাদের মিশ্র প্রতিক্রিয়ায় বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে কৃষক ইউসুফ করিম ৩০ শতাংশ জমির ধান কেটে আটি বেঁধে মাড়াই করে দিয়েছি। যখন ওই কৃষকের সমস্যার কথা আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের নিয়ে তার পাশে দাঁড়াই।
তারা আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের দুঃখ-কষ্টেএবং বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব