ঢাকা, রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৮১ দিন পরে আমদানি হলো ১১ ট্রাক পেঁয়াজ

দৈনিক স্লোগান, অর্থনীতি

৮১ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১১টি ট্রাকে ভারত থেকে আমদানি করা ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

কৃষকের স্বার্থের কথা বিবেচনা করে গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গত এক মাসের ব্যবধানে দেশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গতকাল রোববার কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানিয়ে থাকে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান বলেন, আজ সোমবার বিকেল পাঁচটার পর ভারতের বসিরহাটা মহকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে পেঁয়াজভর্তি কয়েকটি ট্রাক ভোমরা স্থলবন্দরে ঢুকেছে। এই ছাড়া ভারতে পাশে শতাধিক পেঁয়াজভর্তি ট্রাক অপেক্ষায় আছে। তাঁরা কাগজপত্র প্রস্তুত করতে না পারায় আজ আমদানি করা সম্ভব হয়নি। আগামীকাল মঙ্গলবার ওই সব পেঁয়াজ আমদানি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

সাতক্ষীরা জেলা মার্কেটিং কর্মকর্তা সালেহ মো. আব্দুল্লাহ বলেন, আজ সকাল নয়টার দিকে সাতক্ষীরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হয়। বেলা ১১টার পর তা ৮৫ টাকায় নেমে আসে। আগামীকাল মঙ্গলবার পেঁয়াজের মূল্য আরও কমে আসবে বলে মনে করেছেন তিনি।

>>>  'মুদ্রাস্ফীতি' কি একটি দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :