
সিআইডির পরিচয়ে সাভারের বাসা থেকে ‘তুলে নেওয়ার’ এক দিন পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বৃহস্পতিবার সকালে এই কথা বলেন, “আপাতত তাকে কোর্ট হাজতে রাখা হয়েছে।”
বুধবার ভোররাতে ‘তুলে নেওয়ার পর’ শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার কথা জানিয়েছিল পুলিশ।
বুধবার মধ্যরাতে তার বিরুদ্ধে একই আইনে রমনা থানায় আরেকটি মামলা হয়েছে বলে খবর দিয়েছে প্রথম আলো, সেই মামলায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে।
দুটি মামলাতেই ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগকে আনা হয়েছে। তবে শামসকে কোন মামলায় আদালতে হাজির করা হচ্ছে, তা এখনোও স্পষ্ট নয়। এ বিষয়ে মুখ খুলছেন না পুলিশ কর্মকর্তারা।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব