
৬০ বছর বসয়ী হাফেজ আবুল বাশারের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাকে গলা কেটে হত্যার অভিযোগে মেয়ে নিলুফা আক্তারের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে বাশারের স্ত্রী সাহিদা পারভীন (৫৮) এবং বড় মেয়ে হাফিজা বেগমকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জজকোর্টের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর আবুল বাশার তার প্রথম স্ত্রীর সাহিদার আলীপুরের বাসায় যান। সেখানে সাহিদা ও দুই মেয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করেন। পরে এই ঘটনায় আবুল বাশারের ভাই লোকমান ফকির ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব