ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জঙ্গিবাদ দেশে নিয়ন্ত্রণে আছে : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘জঙ্গিবাদ দেশে নিয়ন্ত্রণে আছে। হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা এখন আর নেই জঙ্গিদের।’

আজ শনিবার (১ জুলাই) সকালে গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের হলি আর্টিজানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘আজ থেকে সাত বছর আগে ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে বিদেশি নাগরিকদের অতর্কিতভাবে জিম্মি এবং হত্যা করে থাকে জঙ্গিরা।

এই সময় তাদের উদ্ধার করতে গিয়ে আমাদের দুইজন সিনিয়র পুলিশ সদস্য শহীদ হয়ে থাকেন। আজকেও আমাদের মনে এইটা দগদগে ঘায়ের মতো জ্বলে।’

তিনি বলেন, ‘দেশি-বিদেশি আন্তর্জাতিক চক্রান্তে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে স্তব্ধ করতে বিগত ২০১৫-১৬ সালে বিভিন্ন জঙ্গি হামলা ঘটানো হয়। হলি আর্টিজান হামলার পর আমাদের উন্নয়ন সহযোগীরা উন্নয়নকাজ বন্ধ করে ভয়ে দেশ ছেড়ে চলে যেতে থাকে।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘হলি আর্টিজান হামলায় বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিটিটিসি তদন্ত করে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়ে থাকে। যদিও এই ঘটনার অনেক অভিযুক্ত বিভিন্ন সময় জঙ্গি হামলা করতে গিয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায়।

আর বাকিদের সাজা হয়ে গেছে। আমরা এখন অনেকটা বাংলাদেশকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আশা করি, ভবিষ্যতেও আমার জঙ্গিমুক্ত বাংলাদেশ ধরে রাখতে পারব।’

>>>  দুই শিশুকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :