ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোর্ট এলাকার ভাসমান নেশাগ্রস্ত পথশিশুদের সরিয়ে দেয়া হবে পুনর্বাসন

রাজধানীর পুরান ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট এর আশেপাশে অবস্থান করা ভাসমান নেশাগ্রস্ত পথশিশুদের চিকিৎসা দেয়া, অন্যত্র সরিয়ে নেওয়াসহ পুনর্বাসন করার পরিকল্পনা চলছে। ডিএমপির আওতাধীন কোতয়ালী থানার সঙ্গে সমন্বয় করে শিশুদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাওয়া বেসরকারি সংস্থা “বারাকা” এই পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে এসব শিশুদের সুপথে ফিরিয়ে আনার লক্ষ্যে সিএমএম কোর্ট প্রাঙ্গনে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সেখানে ড্যান্ডি সেবন থেকে বেরিয়ে আসার জন্য শিশুদের কাউন্সিলিং করা হয়। এছাড়া “বারাকা” এর সহায়তায় পথ শিশুদের মধ্যে খাবার বিতরন করা হয়। একইসঙ্গে স্থানীয় বাসিন্দা ব্যারিস্টার মনির হোসেন এর সহায়তায় শিশুদের মধ্যে প্যান্ট-গেঞ্জী, জামা, গামছা বিতরন করা হয় ও সিএমএম কোর্টের পিছনে পাবলিক টয়লেটে তাদের প্রতিদিন গোসল এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নাজমুল হক বলেন, আমরা আশা করছি, বারাকা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগামী ১ মাসের মধ্যে এসকল নেশাগ্রস্ত পথশিশুদেরকে কোর্ট এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া সহ পুনর্বাসন করা যাবে।

এসব শিশুদের পুনর্বাসন বিষয়ে বারাকা এর প্রোগ্রাম অ‌ফিসার এ‌্যান্থনী প্রিন্স গ‌মেজ বলেন,
আমরা কোতোয়ালি থানার সাথে বসে এই বিষয়ে প‌রিকল্পনা কর‌বো এবং মাদ‌কের চি‌কিৎসার জন‌্য কাউ‌কে পে‌লে চি‌কিৎসায় জন্যও পাঠা‌নো হবে।
আজকের অনুষ্ঠানের মূল লক্ষ‌্য ছিল যা‌তে এসব শিশুরা স্থানীয় টয়‌লেট ব‌্যবহার ক‌রে প‌রিষ্কার হ‌তে পা‌রে। তাদেরকে আলোকিত শিশুর দিবাকালীন সেবা কেন্দ্রের সেবা সম্পর্কেও অবহিত করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে সূত্রাপুর-কোতয়ালী এর
পিআই হোসেনুজ্জামান, এ্যাপোলো-৩২৩ এর অফিসার এসআই সাহাবুদ্দিন ও বারাকা এর প্রতিনিধি পরিমল হেমব্রম উপস্থিত ছিলেন।

>>>  রিজেন্ট সাহেদের জামিন শুনানি ২০ নভেম্বর

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :