
গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলার পরিমাণ বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট আর দুর্ভোগ আরও অত্যধিক বেড়েছে। সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের প্রায় ৯০ শতাংশ এলাকাজুড়েই বয়ে যাওয়া তাপদাহ আরও ৭ দিন ধরে চলতে পারে বলে জানা যায় আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে
গত ছয় দিন ধরে তাপমাত্রা প্রতিনিয়তই বেড়ে চলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন ভাবেই নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকালের তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ১০ এপ্রিল সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২০ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ডিমলায় ১৯ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী এবং খুলনা বিভাগ ও দেশের কিছু এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি পরিমাণ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং তা অনেক এলাকায় বিস্তারলাভ করতে পারে ও তাপপ্রবাহের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় তীব্র তাপ প্রবাহে রুপ নিতে পারে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব