ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ (৮ জুলাই) শনিবার সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল ৯টায় পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে ও দুপুর ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়ে থাকে। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের  নিম্নাঞ্চলের ১৫ টি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। এরপর বেলা বাড়ার সাথে পানি কমতে শুরু করায় এসব গ্রাম থেকে পানি নেমে যায়।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘পানি বাড়ার সাথে আমার ইউনিয়নের পূর্বছাতনাই এবং ঝাড়সিংহেশ্বর গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এই সময় ওই দুই গ্রামের মানুষ আতঙ্কের মুখে ছিল।

কিন্তু বেলা বাড়ার সারগে পানি কমতে শুরু করায় এসব মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সূত্র  জানায়, শনিবার উজানের ঢলে তিস্তা নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল ৯ টায় পাঁচ সেন্টিমিটার ও দুপুর ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়ে থাকে।

এর আগে গত শুক্রবার সারা দিন ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।  

এবিসয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। সকালে বিপৎসীমা অতিক্রম করলেও দুপুর ১২টা থেকে বিপৎসীমা বরাবর বয়ে চলছে। পানি আরো কমে দুপুরের পর থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

>>>  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোয় ঝড়ে ৫ জনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :