
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন, প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খুরশিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, সমাজ সেবক আব্দুল আজিজ, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোঃ ওমর আলী সরদার সহ স্থানীয় ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম নবমির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব