ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে গ্রেফতার ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর দিক-নির্দেশনায় এস.আই. তীথংকর দাসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সঙ্গীয় উপজেলার লেমন গার্ডেন রোড থেকে দুই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের পংকি মিয়ার ছেলে মোহাম্মদ রুমেল (৪০) ও শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকার নিজাম মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২৫)। পুলিশ তল্লাশী করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে।

অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাথ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

>>>  বদলগাছীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :