
নওগাঁর বদলগাছীতে উপকার ভোগীদের সাথে এমপি সেলিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় বদলগাছী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জনি আলম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম।
(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। এসময় উপকার ভোগীরা দুহাত তুলে সমর্থন জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, সহ বিভিন্ন নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব