ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শার্শায় অস্ত্রসহ বেনাপোলের সন্ত্রাসী মাসুদ আটক

যশোরের শার্শা এলাকা থেকে বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বেনাপোলের মাসুদ রানাকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্লবার (২২ আগস্ট)সন্ধায় উপজেলার উলশী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা বেনাপোল কাগজপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে ওই এলাকায় অস্ত্রধারী এক সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষনিক এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার পর আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

>>>  খুলনায় কুকুরের মাংস বিক্রির ঘটনায় আটক ৪, পলাতক ২

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :