নওগাঁর বদলগাছী উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ জুলাই এপ্রিল) বেলা ৩ টায় দলগাছীর প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় উদ্যোগে হলরুমে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে চেক বিতরণে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি,নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে তালিকাভুক্ত ২৫ জন রোগীকে প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, বদলগাছী থানার ওসি তদন্ত মোঃ রায়হান হোসেন, উপজেলা প্রকৌশলী মোকলেসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু সহ অনেকেই।








