টাঙ্গাইলের কালিহাতীতে ১১ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে।
আটককৃত জাইদুল ইসলাম (২৭) কুড়িগ্রাম জেলার রৌমারীর চরবামান এলাকার আব্দুল ছাত্তারের ছেলে। সে মদগুলোকে নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের করটিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিকুর রহমান বলেন, বাংলাদেশ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে বাসটিতে তল্লাশি চালিয়ে ১১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেইসাথে জাইদুল ইসলামকে আটক করে কালিহাতী থানায় পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








