ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতির চাঁদাবাজি এড়াতে গিয়ে প্রাণ গেল পিতা-পুত্রের

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

বগুড়ার আদমদীঘিতে হাতির চাঁদাবাজি এড়িয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি হয়ে সংঘর্ষে মটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার ইন্দইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার লক্ষীকুল গ্রামের মৃত নাগর প্রামানিকের ছেলে লোকমান আলী (৭৫) এবং তার ছেলে জাহিদুর রহমান (৪৭)। 

স্থানিয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ান গ্রামের পশ্চিম সিংড়াপাড়া এলাকায় একটি বিয়ের জন্য হাতি ভাড়া করা হয়েছিল। সেই হাতিটি গত কয়েকদিন আগে ওই বিয়ে বাড়িতে আনা হয়। এরপর থেকে হাতির পরিচালক প্রতিদিন সকালে হাতিটি নিয়ে চাঁদাবাজির জন্য সড়কে বের হয়ে থাকেন। 

আজ শনিবার সকালেও ওই হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছিল। এসময় আদমিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জাহিদুর রহমান তার বাবা লোকমান আলীকে নিয়ে মোটরসাইকেলে আদমদীঘি যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইন্দইল ব্রিজের পশ্চিম পাশে ওই হাতিটি চাঁদার জন্য তাদের সামনে দাঁড়ালে তারা এড়িয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লোকমান আলী মারা যান। স্থানিয়রা আহত অবস্থায় তার ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও সেখানেই মারা যান।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান জব্দ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য হাতি ও
এবং হাতির পরিচালককে থানায় আনা হয়েছে।

>>>  দক্ষিণ ভারতে পর্যটন ট্রেনে আগুন, নিহত ১০

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :