
ভারতের কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও আত্মহত্যা করার চেষ্টা করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করে থাকেন তিনি। তীর্থানন্দ রাও কপিল শর্মার সাথে ‘কমেডি সার্কাস কে আজুবে’-তে কাজ করেছিলেন।
তীর্থানন্দ রাও ফেসবুক লাইভের মধ্যেই ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তার বন্ধুরা সাথে সাথে পুলিশকে খবর দিয়ে থাকে। পুলিশ এসে তাকে উদ্ধার করে মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করে।
লাইভে তীর্থানন্দ রাও এক নারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার অভিযোগ, গত বছরের অক্টোবর থেকে এক নারীর সাথে তিনি লিভ-ইন সম্পর্কে জড়িত ছিলেন। সেই নারী তাকে ব্ল্যাকমেল করে চলছে। সেই নারী তার বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগও দায়ের করে রেখেছেন। সেই নারীর জন্য তিন থেকে চার লক্ষ রুপি ধার করতে হয়েছে তীর্থানন্দকে।
এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তিনি তার সহকারীকেও ফোন করে বলেছিলেন যে তার আর্থিক অবস্থা ভঙ্গুর হওয়ার কারণে কঠোর পদক্ষেপ নিচ্ছেন তিনি।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব