
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’টি প্রাইভেটাকার মুখোমুখি সংঘর্ষ হয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্বাচলের সুলফিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নুরুল ইসলাম (৭৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতরা হলেন, নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, চালক শুক্কুর আলী, মিলন, সজিবসহ আরও ৫ জন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুড়িল বিশ্বরোডগামী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় কাঞ্চনগামী আরেকটি প্রাইভেটকারের সাথে সেটির সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়।
হাসপাতালে নেয়ার পর সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দু’জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব