ঢাকা, মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রিসোর্টের পুকুরে ডুবে. দুই স্কুল ছাত্রের মৃত্যু

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

বন্ধুদের সাথে রিসোর্টে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে দুইজন স্কুলছাত্র। রিসোর্টের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ মে) দুপুরে গাজীপুর গাজীপুর মহানগরীর পুবাইল থানার মেঘডুবি এলাকার ‘সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে’ এই ঘটনা ঘটেছে। রিসোর্টটির মালিক গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।

নিহতরা হচ্ছে নগরীর টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর এরাকার আজিজুল হকের ছেলে মো হামিম হক (১৫) এবং একই এলাকার লিটন মিয়ার ছেলে মো. নোমান (১৫)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম এবং নোমনসহ মধ্য আরিচপুর থেকে ১২০ জনের একটি দল সকাল ১১টার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যন্ড পার্কে বেড়াতে আসে। দুপুরে খাবারের আগে হামিম এবং নোমানসহ কয়েকজন বন্ধু পুকুরে গোসলে নামে। গোসল শেষে অন্যরা উপরে উঠলেও হামিম এবং নোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেছিল তারা। এক পর্যায়ে অচেতন অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রির্সোটের তত্ত্বাবধায়ক সোহেল মিয়া জানিয়েছেন, পার্কের ওই পুকুরে মাছ চাষ করা হয়। তাই পুকুরের পানিতে নামার বিষয়ে দর্শনার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও অনেকে পানিতে গোসল করতে নেমেছিলো।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বন্ধুরা মিলে ঘুরতে এসে রিসোর্টের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

>>>  যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :