ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে একই পরিবহনের ৩ বাসে আগুন

একসাথে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮মিনিটে এই অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সংস্থাটির একটি ইউনিট ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের এই ঘটনায় ৩টি বাসের মধ্যে ২টি সম্পূর্ণ  ও ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এদিকে, বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। আজ বুধবার সকাল ৬টায় এই কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে আগামী শুক্রবার সকাল ৬টায়।

>>>  ডেঙ্গুতে আরও ৮৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :