ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুর পুলিশ কমিশনার কার্যালয়ে আগুন

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

রংপুর বিভাগীয় কমিশনারের পুরাতন ভবনের তৃতীয় তলায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের সংযোগ ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানিয়েছেন, বৈদ্যুতিক গোলযোগের কারণেই মিটার বক্সে আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সাভির্সের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে ও দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এরপর আরো একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

এদিকে ঘটনার সময় ওই ভবনের বিভিন্ন সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করে থাকে। কেউ কেউ আতঙ্কে চিৎকারও করতে থাকে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডে মিটার বক্স এবং বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এই ঘটনায় দাপ্তরিক কোনো কাগজপত্রের তেমন ক্ষতি হয়নি।

>>>  রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় ১০টি বাসে আগুন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :