ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের ট্রলার ডুবি : বর ও তার মায়ের মরদেহ উদ্ধার

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে বিয়ের ট্রলার ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ বর রাব্বি হাওলাদার (২০) এবং তার মা সেলিনা আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু খাদিজা (৫) ও মানসুরা (৮)। এর আগে এ ঘটনার পরপরই বরের ফুফু লিপি বেগমের লাশ উদ্ধার করা হয়েছিল। 

উদ্ধারকারী দলের দলনেতা এবং পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, দুইজনের মরদেহ গলাচিপার বদনাতলী সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ উপজেলা প্রশাসন কাজ করছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং  কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

পুলিশ এবং  স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠান শেষে দশনিমা উপজেলার চর বোরহান থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে দশমিনার নিজ বাড়িতে ফিরছিলেন বর রাব্বি হাওলাদার। তখন রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ১৫-১৬ জন যাত্রী নিয়ে তাদের ট্রলারটি ডুবে যায়। 

অনেকেই বেঁচে ফিরলেও সেদিন বর রাব্বির ফুফু লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। বর, তার মাসহ নিখোঁজ হয়েছে চারজন। এর মধ্যে বর রাব্বি এবং তার মা সেলিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেরা তাদের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।

>>>  পাবনায় বেশকিছু বাড়িতে হামলা-ভাঙচুর; আহত ১২

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :