
রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে বহু দোকান। নিঃস্ব হয়ে গেছেন হাজারো ব্যবসায়ী। ঈদের আগে স্বপ্ন ধ্বংস হয়ে অসহায় কয়েক হাজার পরিবার। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা জ্বলে জ্বলে বহু চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার (৪ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এই বিষয়ে এক পোস্ট করেছেন সাকিব। সেখানে সাকিব লিখেছেন, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারাক। আমি নিশ্চিত আপনারা সকলেই বঙ্গবাজারের হৃদয়বিদারক ঘটনার কথা জানেন। যেখানে সবাই তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেই ঘটনাটি খুব কঠিন এক সময়ে হয়েছে, বিশেষ করে পবিত্র রমজানে।
এরপর লেখেন, সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা দান করছি। এর মাধ্যমে আগামীকাল ক্ষতিগ্রস্তদের ইফতার করানো হবে যা মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে।
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাকিব আরো লেখেন, আমরা এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু করতে সক্ষম নাও হতে পারি। কিন্তু আমরা তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোন উপায়ে সাহায্য করি ও প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব