
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এরই মধ্যে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। দুপুর সোয়া ১২টার সময়েও মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের দোকানের মালামাল বাঁচানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এতে আহত হচ্ছেন অনেকেই।
আহতদের একজন হচ্ছেন মার্কেটের 'প্যান্টহাউজ' দোকানের কর্মী রাশেদ। প্রচণ্ড ধোঁয়া উপেক্ষা করে মার্কেটের ভেতরে ঢুকে জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। এসময় পড়ে গিয়ে মাথায়ও আঘাত পায় রাশেদ। পরে অন্য ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাশেদের আগে আরেকজন ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। এসময় মোছা. ফাতেমা নামে রেড ক্রিসেন্টের এক সদস্য বলেন- ওই ব্যবসায়ী ধোঁয়ায় কারণেই আহত হয়েছেন। তাকে অক্সিজেন দিতে হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব