ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জমির সীমানার খনন করতে গিয়ে মহিলাসহ ৪জন আহত

দৈনিক স্লোগান, দুর্ঘটনা



রংপুরের পীরগঞ্জে নিজ জমির সীমানার মাটি খুড়তে গিয়ে একই পরিবারের ৪ জনকে
পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সকালে বড়দরগাহ্
ইউনিয়নের চাপাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে ।।
অভিযোগে জানা গেছে, চাপাবাড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আব্দুর
ওয়াহেদ আলী (৪২) প্রায় ২বছর পূর্বে ১০ শতাংশ কবলাকৃত ভোগ দখলীয় জমির
সীমানার মাটি খনন করতে যায় । এ সময় একই গ্রামের মৃত্য বাবু মিয়ার পুত্র
জাফর আলী (৪৫) বাধা দেয়। বাধা দেয়ার কারণ জানতে চাইলে জাফর আলী জানায়,
সম্প্রতি ওই দাগে আমিও ১০শতাংশ জমি ক্রয়ের বায়না করেছি।
এর পরেও বাধা উপেক্ষা করে ওয়াহেদ আলী মাটি খনন করতে থাকলে ক্ষিপ্ত জাফর
আলী তার লোকজন নিয়ে ওয়াহেদ আলীকে এলোপাতাড়ি মারডাং করতে থাকে। এ সময়
ছেলেকে বাঁচাতে তার মা আম্বিয়া বেগম (৬৫) এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে
সজোরে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। অপর দিকে স্বামী ও
শ্বাশুড়ীকে বাঁচাতে এসে শেফালী বেগম (২৮) ও প্রতিবেশী সাহেব আলীর পুত্র
মোহাম্মদ আলীকেও বেদম প্রহার করা হয়। পরে গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় ৪
জনকেই পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলার
প্রস্তুতি চলছে ।

>>>  রংপুরে উৎসবমুখর ভোট হচ্ছে : সিইসি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :