
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে আয়ান মুন্সী নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আয়ান উপজেলার গল্লাই নবাবপুর ইউনিয়নের বুড়িমুড়া পূর্বপাড়ার প্রবাসী হৃদয় মুন্সী এবং গৃহিণী শিমু আক্তারের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার বাড়ির উঠানেই খেলা করছিল।
সকলের অগোচরে বাড়ির পেছনে বসতঘরের নির্মাণের জন্য মাটি উঠনো হয়েছিল এমন একটি গর্তের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করার পর তার জেঠা জামাল মুন্সী ওই গর্তের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী নবাবপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব