ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাড়ি উল্টে প্রাণ গেল যাত্রীর

মাদারীপুরের ডাসারে মাইক্রোবাসের উল্টে জগৎ মৃধা (৩৫) নামে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। বুধবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে থাকে।

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক।

নিহত জগৎ মৃধা বাগেরহাট জেলার মোলস্নারহাট থানার চাউলটুরী এলাকার মৃত কিরণ মৃধার ছেলে। আহতরা হলেন- নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউল হক (৪০), ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর এলাকার বাবুল আহমেদের ছেলে রিয়াদ হোসেন (২৬), একই এলাকার হীরা খানের ছেলে পারভেজ খান (৪৫) এবং মোনতাজুল হকের ছেলে আমির হক (৪০) এবং চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার আব্দুল গফুরের ছেলে কবির হোসেন (৩৮)। তারা সকলেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

স্থানীয় এবং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জগৎ মৃধাসহ ছয়জন যাত্রী মাইক্রোবাসযোগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থপাড়া এলাকায় আসলে হঠাৎ করে গাড়িটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে যায় সেইসাথে যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে থাকে। 

এদিকে, ঘটনার পর থেকেই চালক সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জগৎ মৃধাকে মৃত ঘোষণা করে থাকেন।

এই বিষয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে থাকে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ।

>>>  নড়াইলে শর্টসার্কিটে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :