ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে তারাবি শেষে ফেরার পথে ছুরিকাঘাতে খুন

দৈনিক স্লোগান, অপরাধ


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে, এ ঘটনাকে কেন্দ্র করে  দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে এ ঘটনা ঘটে বলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পরিদর্শক নাজের হোসেন জানান।

নিহত মাসুদুর রহমানের (৪০) বাড়ি ওই ইউনিয়নের ফুলছড়ি গ্রামেই।

পরিদর্শক নাজের বলেন, তারাবি নামাজ শেষে রাতে মোটর সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন মাসুদুর। সেইসময় বালুটিলা বাজারে কয়েকজন তার পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাসুদুরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

জানতে চাইলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘পূর্ব বিরোধের জেরেই’ এ হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় মাসুদের ছোট ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

“হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে শামীম ও দেলোয়ার নামে এজহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।”

মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

>>>  বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :