রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দির এলাকায় সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুনকে নিয়ন্ত্রণে আনলেও, আগুনে দগ্ধ হয়েছেন ৭ জন। আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দগ্ধরা হলেন – রাজু বসাক (৩৬), তার মা কান্তা রানী (৬০), গীতারানী দে (৬৫), শান্তি রানী (২৭) আফজাল( ৫২), কৃষ্ণ (৭) এবং লক্ষ্মণ (৩)
রাজুর ভাইয়ের ছেলে শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। এবং কলোনিতেই থাকেন।ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কি থেকে আগুন লেগেছে তা এখনো জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে বলেন, রাজু বসাকের দেহের ১০ শতাংশ, কান্তারানীর ১০ শতাংশ, গীতারানী দের ১ শতাংশ, আফজালের ১০ শতাংশ, কৃষ্ণের ৭ শতাংশ, শান্তি রানীর ১০ শতাংশ, ও লক্ষ্মণের ৫ শতাংশ অঙ্গ দগ্ধ হয়েছে।
বাচ্চু মিয়া আরো জানান, এর মধ্যে কৃষ্ণ (৭) শান্তি রানী (২৭) লক্ষ্মণকে (৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। বাকি চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।
এর আগে রবিবার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে কলোনিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।







