ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

রাজধানীর মহাখালী উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক শিশু মারা গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট এবং ফুলহাতা সবুজ গেঞ্জি।

আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে নিচ থেকে উদ্ধার করেন। তিনি ও পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ এবং পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।

আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেলা সোয়া একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী মুরাদ হোসেন বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখছি। তাঁর বাড়ি কোথায়, কোথায় থাকে এসব কোন কিছুই জানা যায়নি।


হাসপাতালের পুলিশ ফাঁড়ির  পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহটিকে মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাতে জানানো হয়েছে।

>>>  মুগদায় মিডলাইন বাসে আগুন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :