ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে তিন জন নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার ২৯ মার্চ ভোরে উখিয়া উপজেলা সদরের মুহুরিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

নিহতরা হলেন, লম্বাসিয়া শরণার্থী শিবিরের মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর ও মৃত আব্দুল মতলবের জাহিদ হোসেন এবং ময়নারঘোনা শরণার্থী শিবিরের সুলতান আহমদের ছেলে নূর কবির। 

খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ আছে কি না খোজা হচ্ছে। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছে ওসি ।

ওসি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি মোহাম্মদ আলী বলেন, গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে একটি চক্র। বুধবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে চক্রটি পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। 

>>>  বাংলাদেশের সাথে সহযোগিতা জোরদার করতে চায় আইসিআরসি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :