কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
আজ রোববার দুপুরে দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, আবুল কাসেম বকুল এবং সাবিকুন নাহার সুমা। বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে এবং তার স্ত্রী সুমা একই এলাকার সুলতান আলীর মেয়ে।
জানা যায়, শনিবার (২ ডিসেম্বর) সকালে এই দম্পতি কক্সবাজার ভ্রমণে আসেন। তারা হোটেল সী-গাল নামের একটি হোটেলে ওঠেছিলেন। তারা রোববার সকালে সমুদ্রের সিগাল পয়েন্টে গোসলে নেমেছিলেন বলে জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈকতের লাবনী পয়েন্টে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীদের খবর দেয়। পরবর্তীতে বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।