ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে পাথর নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল ট্রাকটি। পুঠিয়ার তারাপুর পার হওয়ার সময় একটি চাকা খারাপ হয়ে যায়। পরে ট্রাকটি থামিয়ে চাকা সংস্কার করার সময় মোটরসাইকেলযোগে কয়েকজন এসে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। মুহূর্তেই পুরো ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

>>>  সাড়ে ৭ ঘন্টা পর ঢালারচর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :