রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।