ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিল্পপতি থেকে জাফরউল্যাহর এবারের পেশা রাজনীতি

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এবারের নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। নির্বাচন কমিশনে দায়েরকৃত হলফনামায় আগেরবার ২০১৮ সালে কাজী জাফরউল্যাহ তাঁর পেশা হিসেবে শিল্পপতি উল্লেখ করলেও এবারের নির্বাচনে পেশা পরিবর্তন করে রাজনীতি উল্লেখ করেছেন। তাঁর আয়ের বড় উৎস শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত। এই খাতে তাঁর বাৎসরিক আয় ৩ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৩১৪ টাকা বলে তিনি হলফনামায় ঘোষণা করেছেন।

তাঁর মোট সম্পদের পরিমাণ ৬২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৫৩৯ টাকা আর নিট সম্পদের পরিমাণ ৬১ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৫১৭ টাকা। তাঁর বাৎসরিক আয় হিসেবে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৭৯৪ টাকা ও চাকরি থেকে তাঁর বাৎসরিক আয় ১২ লাখ টাকা বলে উল্লেখ রয়েছে।

>>>  বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে দক্ষিণ যুবলীগের বিক্ষোভ সমাবেশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :