ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে আটক ২

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অজ্ঞান পার্টিও মূলহোতাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-৯সিলেটের শ্রীমঙ্গল ক্যাম্প।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় র‌্যাব-৯ সিলেটের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙø থেকে অজ্ঞান পার্টিও মূলহোতাসহ দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলার সদরের সিরাজ মিয়ার ছেলে মো. আনোয়ার মিয়া (২৮)।

র‌্যাব-৯ সুত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর দুপুরে ভিকটিম জহুরা পারভীন চৌধুরী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংক থেকে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে ভিকটিম জহুরা পারভীন চৌধুরীকে অজ্ঞান করে গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ মাঠে নামে। পরবর্তীতে র‌্যাবের অভিযানে মূলহোতাসহ অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

>>>  টাকার বিনিময়ে ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছিলেন তারা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :