ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিরনগরে নির্বাচন যুদ্ধে ফরহাদ হোসেন ও একরামুজ্জামান!

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০৭ ই জানুয়ারী ২০২৪ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি সহ সমমনাদের নির্বাচন বর্জনের কারণে সারাদেশে নির্বাচন নিয়ে যথেষ্ট উৎকন্ঠা রয়েছে।

তবে বিএনপি চেয়ারপারসনের বরখাস্তকৃত উপদেষ্টা এসএকে একরামুজ্জামান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহন করায় জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের নির্বাচন!

নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ২৫১৭৪৯ জন।

বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৯ জন মনোনয়ন পত্র দাখিল করলেও যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম!

ভোটের মাঠে ৬ জন প্রার্থী থাকলেও মূলত লড়াইটা হবে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম ও বিএনপি চেয়ারপারসনের বরখাস্তকৃত উপদেষ্টা এসএকে একরামুজ্জামান সুখনের মধ্যে!

নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও এরই মধ্যে শুরু হয়েছে ভোটারদের হিসাব নিকাশ। আসন্ন এই সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে আশাবাদী সর্বস্তরের জনতা!

এরই মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী দুই শিবিরের লোকজন ভোটারদের কাছে বিভিন্ন বার্তা নিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে।

দলীয় নেতৃবৃন্দ, সাধারন জনতার সাথে মতবিনিময় সহ বিভিন্নভাবে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফরহাদ হোসেন সংগ্রাম ও এস এ কে একরামুজ্জামান সুখন!

সরেজমিনে মাঠে পরিদর্শন করে জানা যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে উৎসবমুখর পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে!

>>>  নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :