ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুর-৩ আসনে ৮  প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাদারীপুর-৩  (কালকিনি-ডাসার ও মাদারীপুর আংশিক) উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিলের শেষদিনে  মাদারীপুর-৩ আসনে মোট ০৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-০৩ আসনের কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী নকুল বিশ্বাস।

এছাড়া মাদারীপুর-০৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোয়ননপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে সেখানে মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে মাদারীপুর-০৩ আসনে আরও ৫ জন প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।   কালকিনি উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান, তৃনমূল বিএনপির প্রার্থী প্রবীন হালাদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল খালেক, জাকের পার্টির প্রার্থী ইকবাল হোসেন খোকন মুন্সী।

শেষদিন পযন্ত মাদারীপুর -৩ সংসদীয় আসন ২২০ এ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

>>>  পাঁচ সিটিতে ভোট : ছুটির দিন অফিস খোলা রাখার নির্দেশ ইসির

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :