ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়াশিংটনে সামরিক জাহাজ অবরোধ

গাজায় ইসরায়েলি আগ্রাসন আর তাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর সমর্থন দেয়ায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

আলজাজিরার মঙ্গলবারের (৭নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের টাকোমা বন্দরে মিছিলে ফেটে পরে। যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে অস্ত্র পাঠানোর অভিযোগে জাহাজ অবরোধ করার জন্য বিক্ষোভ করছিল তারা। 

প্রতিবাদের আয়োজনকারী অ্যাডভোকেসি গ্রুপ হেজ আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার (এআরওসি)-এর সাথে কেস ম্যানেজার এবং  কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর হিসাবে কাজ করে। 

টাকোমায় বিক্ষোভকারীদের একজন ওয়াসিম হেগে বলেন, একটি গোপন সূত্র এআরওসিকে জানিয়েছিল  জাহাজটিতে করে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইসরাইলে পাঠানো হবে। যদিও তাৎক্ষণিকভাবে সেই অভিযোগের নিশ্চিয়তা দিতে পারেনি আলজাজিরা। 

এ বিষয়ে পেন্টাগনের একজন মুখপাত্র জেফ জার্গেনসেন বলেন, জাহাজটি মূলত ‘মার্কিন সামরিক কার্গো চলাচল’ সমর্থনে ব্যবহার করা হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোতে কার্গোসংক্রান্ত পরিবহণ, চলাচলের বিবরণ অথবা অন্য কোনো তথ্য দেওয়া হয় না।

>>>  দ্বিতীয় সপ্তাহের আয়ে ১ ডলার ক্লাবে ‘প্রিয়তমা’

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :