পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক রইস উদ্দীনকে সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সাক্ষরিত প্যাডে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ফিন্যান্স বিভাগের অধ্যাপক মঞ্জুর মোর্সেদ ভূঁইয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের মোস্তাফিজ আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আলম সওদাগর।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জমির হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন ও সহ-সাংগঠনিক হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। প্রচার সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম রিফাত হাসানকে নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. মোশাররফ হোসেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, অধ্যাপক মো. ইমরানুল হক, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিনা শারমীন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক নাসির আহমাদ ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক।








