ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরি স্থায়ীকরনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তে চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।

আজ (২৬ জুলাই) বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। পরবর্তীতে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্মচারী পর্যায়ক্রমে মাসে ৯ থেকে ১৫ হাজার টাকা মজুরি পান তারা। এ দিয়েই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। স্থায়ীদের বছরে ২০ দিন ছুটি থাকলেও তাদের ক্ষেত্রে সেসব ছুটি নেই। অসুস্থতার জন্য কাজে না আসতে পারলে কাজের হাজিরা কেটে রেখে দেয়।যা অসহনীয় হয়ে পরে।

মানববন্ধনে কর্মচারীদের চাকরি শিগ্রই স্থায়ী করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে কর্মবিরতি এবং আমরণ অনশন করবেন বলে জানায় সকল কর্মচারীরা।

>>>  জবি'র সাবেক প্রক্টরের 'থিসিস চুরি' উল্লেখ করে কবিতা লিখেছেন শিক্ষার্থী রেজওয়ান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :