ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মা-বাবা ও ভাই হত্যার দায়ে সৌদিতে ফাঁসিতে ঝুলল ভাই-বোন

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মা-বাবা এবং দুই ভাইকে হত্যার দায়ে মক্কায় সোমবার দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া দুই সৌদি নাগরিক হলেন আব্দুল আজিজ বিন ফাহেদ বিন গাজাইহ আল-হারেথি এবং তার বোন ওহুদ। তারা তাদের মা এবং দুই ভাই—আব্দুল রহমান এবং আব্দুল্লাহকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, দোষী সাব্যস্তরা প্রথমে রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন।

পরের দিন তারা তাদের মা এবং আব্দুল রহমানকে ঘুমের মধ্যে ও আব্দুল্লাহকে বাড়িতে বসে থাকা অবস্থায় গুলি করে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর আল-হারেথি এবং তার বোন মরদেহগুলো তাদের নিজেদের একটি রেস্টহাউসে স্থানান্তর করেন। পরে তারা তাদের বাবাকে সেখানে প্রলুব্ধ করে নিয়ে যান ও তাকেও গুলি করে হত্যা করেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, তারা পেট্রল ঢেলে ও ইচ্ছাকৃতভাবে গ্যাস লিক করে মরদেহসহ জায়গাটি পুড়িয়ে দিয়েছিলেন।

এই দুই ভাই-বোনকে সংশ্লিষ্ট আদালতে রেফার করা হয়েছিল, যেখানে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় ও রায় আপিল আদালত এবং সুপ্রিম কোর্টে অনুমোদিত হয়।

মন্ত্রণালয় বলেছে, সৌদি সরকার নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে ও যারা এ ইধরনের কাজ করে তাদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে আগ্রহী।

সূত্র : আল অ্যারাবিয়া

>>>  কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত 

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :