ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরানে ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ৪ ট্রাফিক পুলিশ

ইরানে ‘সন্ত্রাসী’ হামলায় ট্রাফিক পুলিশের কমপক্ষে চার নিরস্ত্র টহল কর্মকর্তা নিহত হয়েছেন। অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুন্নি অধ্যুষিত শহর জাহেদানে এই হামলা হয়েছে বলে রবিবার আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে।

হামলার পরে অপরাধীদের গ্রেপ্তারের জন্য বিচার বিভাগীয় আদেশ জারি করা হয়েছে বলে তাসনিমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ এবং মাদক পাচারের প্রধান পথ।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আজ, হামলাকারীরা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালায় ও গাড়িতে গুলি চালিয়ে থাকে।

এই ঘটনায় কারা অপরাধী ও তাদের উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

সূত্র : রয়টার্স

>>>  নতুন রেকর্ড গড়লেন সাকিব

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :