গ্রিসের রোডস দ্বীপের দাবানল ভয়াবহ রূপ নিচ্ছে। দ্বীপটির বড় অংশে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর এবং হোটেল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আনুমানিক সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে স্থল এবং সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির ফায়ার সার্ভিস এই দাবানল নিয়ন্ত্রণের কাজকে বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বলে আখ্যায়িত করেছে।
দাবানলে এখন পর্যন্ত তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গ্রিসের জলবায়ু সংকট এবং নাগরিক সুরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, রোডসের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইউরোপজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যেই গত মঙ্গলবার থেকে প্রবল বাতাসের কারণে সৃষ্ট দাবানলের সাথে লড়াই করছে রোডস দ্বীপ।
জানা গেছে, কিওটারি এলাকার তিনটি হোটেল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপের লার্মা, লারডোস এবং আস্কলিপিও অঞ্চলগুলো এতে প্রভাবিত হয়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টার এবং ১৭৩ জন দমকলকর্মী কাজ করে চলছে।






