গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।
গতলাল সোমবার বিকেলে পল্টন থানায় তারেকের ওপর হামলার অভিযোগে এই মামলা করা হয়। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। দুই নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন ও তিন নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে। এ ছাড়া আরও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তারেককে এলোপাথাড়ি কিল-ঘুষি, লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতা-কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।






