ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। ইধিকার অভিনয় জীবনের প্রথম সিনেমা প্রিয়তমা। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। এমনকি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। প্রথম সিনেমা দিয়েই দুই বাংলার দর্শকদের ‘প্রিয়তমা’ বনে গেছেন ইধিকা পল।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শুটিংয়ের শুরুর দিকে অনেকটা নার্ভাস থাকলেও পরের দিকে দারুন উপভোগ করেছি।আমার ভেতর শাকিব খানকে নিয়ে অন্যরকম একটা ধারণা ছিল । আমি জানতাম, তিনি বাংলাদেশের সুপারস্টার। শুটিংয়ের সময়ে এক ধরনের ভাব নিয়ে থাকবেন। কিন্তু শুটিং করতে গিয়ে আমার ভ্রান্ত ধারণা পাল্টে যায়। তার সঙ্গে কাজ করতে পেরে আমার প্রাণ ভরে গেছে। আমি ধন্য।’
মুক্তির পর চতুর্থ সপ্তাহেও দুর্দান্ত গতিতে চলেছে ‘প্রিয়তমা’র সাফল্য। বর্তমানে দেড়শো’র ও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। গত তিন সপ্তাহে সিঙ্গেল স্ক্রিন থেকে ‘প্রিয়তমা’ আয় করেছে ১৫ কোটিরও বেশি। সিনেমাটি মুক্তির পরপরই ইধিকা কলকাতা চলে যান বলে জানা যায় ও তিনি আশায় ছিলেন, কবে পশ্চিমবঙ্গে প্রিয়তমা মুক্তি পাবে? সম্প্রতি নিজের জন্মদিনে ফেসবুক লাইভে তিনি জানিয়েছিলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি সিক্ত। আমি সবার প্রিয়তমা হতে চাই। খুব শিগগির আমি আমার মাকে নিয়ে বাংলাদেশে যাবো। শাকিবের সাথে দেখা করবো। যদি সম্ভব হয় ‘প্রিয়তমা’র ভক্তদের সাথে হলে বসে সিনেমাটি উপভোগ করবো।’






