আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে নেমে শুরুতেই জোড়া আঘাত হেনেছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। ওভারের পঞ্চম বলেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। যদিও তার আগের বলেই ছক্কা হজম করেন গুরবাজের কাছে।
নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও উইকেটের দেখা পান চতুর্থ বলেই। এবার তার শিকার হযরতউল্লাহ জাজাই। লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন জাজাই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৭ ওভার ২ বলে ওভারে ৩৯ রান।তারপরই বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ থাকে।
প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ের পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার রনি তালুকদার। এই ছাড়া বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।
তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন।
প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয়তা শেষে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য ১ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই, এবং ফজলহক ফারুকি।








